রাঙা সূর্যের স্বর্নালী আলো হঠাত করে হারিয়ে গেলো আকাশের বুকে ছুটে চলা মেঘ বালিকার এলো কুন্তল আড়ালে,
আজ আবার বর্ষা দুপুরে ।
ঠিক এমন করেই হারিয়ে যায় আমার গুছিয়ে নেয়া স্বপ্নগুলো,
নিভে যায় আমার জ্বল জ্বল করে জ্বলে থাকা আশা প্রদীপ শিখারাও ।
নতুন করে তলিয়ে যাই আঁধার নীরবতায়
সীমাহীন হতাশায় ।
আবার কখন নীলিমা বুকে রাঙা রবি হেসে উঠবে,
আমি পথ চেয়ে থাকি
আর নতুন স্বপ্ন আঁকি ।
স্বপ্ন ভঙ্গের আলো ছায়ায় পথ চলতে চলতে ইদানিং বড্ড ক্লান্ত আমি,
খানিক চলি খানিক থামি ।
পরিচিত গন্ডি ছেড়ে
ভীষণ রকম ইচ্ছে করে
হারিয়ে যাই কোন অজানার পথে ।
যেখানে স্বপ্ন ভঙ্গের স্বপ্ন নেই ,আশা ভঙ্গের হতাশা নেই ,লোভ নেই লালসা নেই ,হিংসা নেই বিদ্বেষ নেই ,নেই বিশ্বাস ভঙ্গের কোন দুরূহ আশঙ্কা ।
আছে কেবল অসীম ভালবাসা ।
কেবল ভাবনারা এসে ভিড় করে চারপাশে,
আমার আর যাওয়া হয় না পরিচিত গন্ডি ছেড়ে
সেই অজানার দেশে ।