বেবাগতে ভুইল্লা যাইবো;
ভুইল্লা যাইবো বর্বোরচিত বর্বরতায় ক্ষত বিক্ষত শইল্লের যন্ত্রণা ভারে বিমর্ষ
ছোড ছোড মুখগুলান রে।
বিচার চাইয়া চাইয়া
পেরেশান হইয়া যাইবো বেবাগতে ।
আইন নাই বিচার নাই;
মানুষ নামের পিশাচ গুলানের কোন সাজা নাই।
বেবাগতে চুপ হইয়া যাইবো,
পিশাচগুলান পৈশাচিক বর্বরতায় মত্ত হইয়া উঠবো আবার,
আবারও কোন শিশু হইবো তাগো শিকার ,
না, তা হইতে পারে না আর ।
কইয়া রাখলাম আইনের রক্ষকগো রে,
যারা দেশ চালায় নিজ হাতে;কইয়া রাখলাম হেই নেতাগো রে,
নিজের হাতে তুইল্লা নিলাম আইন
পিশাচগুলান রে সাজা দিমু;অঙ্গ হইবো ফাইন ।
তখন বানাইতে পারবানা আসামী,
বিচার তো চাইছিলাম আমি ।
ভাবছিলা বেবাগতে ভুইল্লা যাইবো---আমরা ভুলি নাই,
আমরা বিচার চাই,
আমরা প্রতিদিন মিছিলে দাঁড়াই ,আলো জ্বালাই ।