আমি খুব চাই---
খুব চাই;আমার লেখার খাতায়
এবার কষ্ট আলপনা মুছে
সুখের ছবি আঁকবো নিরবধি,
তুলতুলে মেঘের পালকে মুছে দেবো
জীবন গর্ভে সৃষ্ট বহতা দুঃখ নদী।
আমি খুব চাই---
খুব চাই
রাত ভোরে হেসে ওঠা সূর্যের মতো
আমিও হাসি অবিরত,
মেঘের আড়ালে উঁকি দেওয়া
প্রোজ্জ্বলিত চন্দ্রাবতীর
উজ্জ্বলতা ছুঁয়ে যাক
আমার পৃথিবীর জরাজীর্ণ মৃত্তিকা।
ইদানিং আমি খুব চাই---
খুব চাই;
আষাঢ় শ্রাবণ বরষা জলে
নতুন স্বপ্ন কুড়ি প্রষ্ফুটিত হোক
আমার নিরবচ্ছিন্ন ব্যথার চাদর তলে।
সম্পর্কের উঠোনে জন্মানো
শ্যাওলা সাফ সাফাইয়ে,
নেতিয়ে যাওয়া সম্পর্কের আকাশে;
আমি খুব চাই
এক ঝাক শ্বেত বলাকা উড়িয়ে দিতে।
আমি খুব চাই---
খুব চাই;
ভালোবাসার দেওয়াল ছোঁয়া
বিশ্বাসের ছাদে দাঁড়িয়ে,
অন্তহীন ভালো লাগায়
কোন এক নির্জনতার
হাত ধরে যাই বেমালুম হারিয়ে।
খুব চাই--- আমি খুব চাই।