বসুধা কী ভীষণ সুচারু
লতাপাতা অনেক তরু ।
বিস্তৃত রত্নাকর
সুউচ্চ শৃঙ্গধর ।
কত মহীরুহ
কত কুঞ্জ ,
কত পুষ্কর
কত পদ্ম ।
নীলিমায় উড়ে কত বিহঙ্গ
জলধিতে নাচে কত তরঙ্গ ।
কখনো অমা
কখনো প্রভা ,
কখনো রবি
কখনো শশী ।
সব মিলে একাকার
অপরূপ রূপের বাহার ।