প্রসাধনী শাড়ী গহনা; নুন হলুদ মরিচ তেলে
আর কতকাল চাপা পড়ে থাকবে তাদের অস্তিত্ব,
আর কতকাল কন্যা জায়া জননীরা হারাবে তাদের শুদ্ধ সতীত্ব ।
বৃষ্টির আগের স্তব্ধ আকাশের মতো স্তব্ধতায়
আর কতকাল তাদের
কামরাঙা দুপুর তেলকুচি লতায়
সাঁঝের আঙ্গিণা পেরিয়ে ছুটে যাবে
রাত মহলের গহীন অরণ্যে।
ইচ্ছের বলিদান সভায়
আর কতকাল নেতৃত্ব দেবে রমণীরা,
নীলমনি দীঘি আর কত বইবে নোনা জলের ধারা !
অবহেলা ভূষণে নিজেকে সাজিয়ে রাখবার খেলায়,
আর কতকাল নারী জয় ফুলের মালা পড়বে গলায়।
আর কতকাল---নারী কতকাল
অসম্মানের সাঁকোতে থাকবে দোদুল্যমান;বেসামাল ।
আর কতকাল ওরা বয়ে বেড়াবে ধূপকাঠি জীবনের ভার,
আর কত আঁধারের সোপান পেরুলে কেটে যাবে অন্ধকার