সভ্য ভব্য পৃথিবীর আস্তাকুড়ে বেড়ে ওঠা
এক অপাঙ্ক্তেয় জীবনের কথা বলি আজ,
জলে ভেসে চলা পদ্ম পল্লবের মতো ভাসমান
সময়ের অবক্ষয়ে নিদেনপক্ষে কেবল বেঁচে
থাকবার জন্যে ছিলো যার আজন্ম লড়াই;
সে আজও শেকড় বাকড়হীন পরজীবী স্বর্ণলতা।
সূতো কাটা ঘুড়ির মতো আজও আকাশ নীলে;
শুভ্র-ধূসর মেঘের দলে মুখ থুবড়ে পড়ে,
তবু বাঁচার লড়াই চলে---
জ্বলে কলুষ আঁধারের কোলে পিদিমের আলো।
আবার নিভেও যায় নিমিষে,
ঘূর্ণি বাতাসের দাপট;অনাহূত বজ্রপাত
নোনা জলে ভাসে আঁখিপাত।
কংক্রিট পৃথিবীর কাঠিন্যে
বড় বেশি বেমানান
তার অভিমান।।