জানিস পাখি অামি-ই নাকি
দোষী সর্ব দোষে,
ইচ্ছে করে নিজের গালেই
চড় মারি এক কষে।
দেখ না চেয়ে সব হারিয়ে
শূন্যতা অাজ ঘরে,
যোগ্যতা কই থাকবে কেউ
রাখবো অামি ধরে!
যুদ্ধ জীবন দিলেম পাড়ি
একলা পথে হেঁটে,
কেউ কখনো দেয়নি অামার
শূন্য জীবন ঘেঁটে।
জীবন অাকাশ রক্তিম যখন
গোধুলি রঙ অাঁকা,
অাজ তখনই জীবন পটে
উঠছে কথা বাঁকা।
মন ভেঙ্গেছি রঙ ধুয়েছি
মন্দ কাজে পাকা,
হৃদয় নাকি শূন্য অামার
পুরোপুরি ফাঁকা।
কেউ বলে ঢেকে রাখিস
তোর অভিমান খেলা,
পাপ পুন্যে পাপের ভারে
যাচ্ছে বয়ে বেলা।
অাচ্ছা পাখি বল তো দেখি
এ কি মানা যায়,
নারী জাতির কলঙ্ক ভার
একলা অামার গায়!!
অাজ অযোগ্যতার ভীড়ে অামার
যোগ্যতারা মৃত প্রায়,
অামার উপর মানিয়ে নেওয়ার
একনিষ্ঠ বহাল রায়।
জানিস শালিক চাওয়া অামার
খুব কিন্তু বেশি নয়,
তবুও কেন জীবন পথে
নেমে অাসে পরাজয়?
দুঃখ অামার কোথায় জানিস
কেউ অামাকে বুঝলো না,
যাকে ভীষণ অাপন ভাবি
হৃদয় ঘরে রাখলো না।
তোর কাছে তাই দুঃখ ছড়াই
তুই যে বন্ধু পাখি,
সারা বেলা অামার ঘরে
করিস ডাকাডাকি।