কতবার ভেবেছি----
ভেবেছি;এবার বসন্তে -
বাসন্তী সাজে সাজাবো নিজেকে,
কোনো এক নির্ভরতার হাতে হাত রেখে
বাসন্তী রঙে রাঙা প্রকৃতি দেখবো ।


কোকিলের সুরে সুর মিলিয়ে;
গলা ছেড়ে গাইবো ।


সে আর হলো কই !!
বয়ে চলা বহতা নদী,
মোহনার খোঁজে ছুটছে নীরবধি ।
আজও বসন্ত আঙ্গিনায় ফুল ফোটে,
চিরাচরিত সেই কন্ঠে আজও কোকিল ডাকে ।
নিরবচ্ছিন্ন নীরবতা নূপুর পায়ে,
কল্পকথার জাল বোনা অলস দুপুর ---
আমার নষ্ট প্রহর
           কষ্ট সহচর ।
আমি এখনো বাসন্তী রঙে
কোকিলের সুর খুঁজে পাইনি,
তবুও বসন্ত এলে স্বপ্ন বুনি
আমি স্বপ্ন বুনতে ভুলিনি ।