আমি তোমার কাছেও অপাঙ্কতেয় আজ ---
কল্পনার জল রঙে
মানস পটে যে চিত্র এঁকেছিলে তুমি,
মিথ্যে করে হলেও
বসিয়েছিলে যে আসনে আমাকে ---
আজ সেখানেও নির্বাসিত আমি ।


কিন্তু কেন ?


তোমার ভালবাসার স্বচ্ছতায় ,
আমি তো কেবল হেঁটে যেতে চেয়েছিলাম
জীবন নাটকের শেষ দৃশ্য অবধি,
যেমন করে বয়ে চলে নদী নিরবধি ।


আমি যে স্বপ্নবীজ বুনেছিলাম-
আমার কল্পকাননে,
তুমি তা উপড়ে নিলে
আপন মনে ।
স্বপ্ন খোলসে জড়ানো ভাবনারা বিবস্ত্র হলো,
ঝড়ো তান্ডবে নিভু নিভু
সবটুকু আলো ।


তবু ভালবাসার পেন্ডুলাম দোলে সারাবেলা,
যেখানে শুধুই তোমার নাম আছে লেখা ।