আর ক'টা দিন থাকতে যদি
আবার হতো দেখা,
সময় ধরে আসো তুমি
সময়ে সাঙ্গ খেলা।
আর কি কভু হবে দেখা
প্রাণের আঙ্গিনায়,
সময় কি গো কাটবে আবার
মধুর মমতায়!
তা জানিনে;কেউ জানে না
আর কি হবে মিলন,
আঁধার ঘরে সূর্য মামা
ছড়িয়ে দেবে কিরণ!
অজানা কে সঙ্গী করে
চলছি পথ হেঁটে,
আশা ফুলে বাঁধি হৃদয়
আশা যদি মেটে।
সময় স্রোতে গা ভাসিয়ে
আবার হবে দেখা,
সেই অবধি ভালো থেকো
প্রাণের বই মেলা।