আজ আর একটু একটু করে হেসে ওঠা সূর্যের মতো প্রহর গুনবার তাড়া নেই আমার,
আজ থেকে স্বপ্ন ভঙ্গের স্বপ্ন নিয়ে শাহবাগ টিএসসি পেরিয়ে সোহরাওয়ার্দীর কোন গাছের তলায় কারো জন্যে অপেক্ষা নেই,
জনসমুদ্র ঢেউয়ে আজ আর কোন চেনা মুখ খুঁজে বেড়াবে না দুটো তৃষিত চোখ,
আজ আমি দূরে;বহুদূরে
ক্রোশ ক্রোশ পথ পেরিয়ে এক ছোট্ট পাড়া গাঁয়ে।
আজ আর কোন ব্যক্তিত্বহীন আধুনিকতার দাপটে নিজের ব্যক্তিত্ব বিলীন হওয়ার শঙ্কা নেই আমার,
ভয় নেই স্বচক্ষে কোন আধুনিকার শালীনতা বিসর্জনের দৃশ্য দেখবার,
আমি আমার আটপৌঢ়ে ব্যক্তিত্বের ছত্রছায়ায়
নির্ভেজাল নির্মল গ্রাম্য মমতায়---
এই বেশ আছি;ভীষণ ভালো আছি।
খোলা বইয়ের সস্তা চরিত্র চিত্রায়নের অপারগতায় নিজেকে অদক্ষ অক্ষম ভেবে নিতে পারি না আজ আর,
কি জানি হয়তো অহংকার
অথবা এইটুকুই জীবনের অলঙ্কার।