ধূসর আঁচল আঁধার নিস্তব্ধতায় মাধবী সাঁঝের জোনাক প্রহর
মুখ লুকিয়েছে গহীনের বুকে,
নিদ্রা নিমগ্ন কোলাহলহীন শহর
হয়তো কোনো পূর্ণতার সুখে।
পাড়ার অলিতে গলিতে অতন্দ্র প্রহরী দল
নিঃস্বার্থ পাহারায় হেঁটে চলেছে অবিচল।
ক্ষণে ক্ষণে ওদের স্বভাব সুলভ আর্তনাদে
রাতের নীরবতা ভাঙ্গে,
ভেঙ্গে যাই আমিও,
আমার শব্দ গাঁথা মালা ছিঁড়ে যায়,
টুকরো টুকরো শব্দরা এলোমেলো ঘুরে বেড়ায় শূণ্যতায়।
আমি দেখি,কাছে ডাকি অন্তহীন মমতায়।
ঘুমহীন রাতের কোলে আবার টুকরো শব্দের মালা গাঁথি-গাঁথি আর ভাবি,
কতদিন শুনিনি তোমাকে
কতদিন দেখিনি তোমাকে।
বড় সাধ জাগে
হাত রেখে হাতে
হারিয়ে যাই কোনো সুদূরে,
যেখানে পরিচিতির বিড়ম্বনা নেই
হারাবার ভয় নেই
বড় সাধ জাগে-তুমি থাকো পাশে।।