জীবন নিয়ে এই যে ভাবিস
হাজার রকম স্বপ্ন দেখিস
লাভ কি কিছু হলো তাতে
রবি'র আলো পাস কি রাতে!


মন কি আর এতো বোঝে
লাভ ক্ষতির হিসাব খোঁজে?
পুষ্প কানন নয় তো জীবন
হরহামেশা পাবে কিরণ।


জীবনটা তো যুদ্ধ খেলা
যুদ্ধে যুদ্ধে কাটে বেলা,
এরই মাঝে একটু না হয়
যুদ্ধ খেলার হোক পরাজয়।


জীবন নিয়ে তাই তো ভাবি
রঙ বেরঙের স্বপ্ন আঁকি,
তুই যে আমার ছায়া সাথী
স্বপ্ন আর তুই পাশাপাশি।