আমার বুঝতে শেখা বেলা থেকেই
আমি খুউব চেয়েছিলাম;
কেউ একজন আমার সৌহার্দ্য সহানুভূতি
সাহচর্য সহমর্মিতায় নির্ভরশীল হয়ে উঠুক,
চেয়েছিলাম আমার রান্নায় কান্নায়
ভালোবাসায় একাত্ম হয়ে উঠুক তার মন,
চেয়েছিলাম কেউ একজন
একান্তই আমার হোক;
পাশে থাকুক সারাক্ষণ।
হয়েছে বৈকি!
সে আজ একান্তই আমার,
যদিও অস্তিত্বহীন তার অবয়ব নিরাকার।
সকাল দুপুর সাঁঝের মায়ায়
গহীন রাতের নীরব ছায়ায়,
যখন তখন যায় ছুঁয়ে যায়
কঠোর কঠিন নীরবতায়।
ভীষণ সখ্যতা আমার সাথে তার,
সে এক ভয়ানক সখ্যতা!
তাকে ছাড়া রাজ্যে আমার
নিঝুম শূন্যতা।
তোমরা চেনোনি তো তাকে!
জানতুম নানান মনে নানা প্রশ্ন
লুকোচুরি খেলা,
কাকে ছাড়া আর কাটে না
আমার সারাবেলা!!
কেউ তাকে দুঃখ বলে;কেউ বলে কষ্ট
তাকে নিয়ে জীবন নাকি হয় পুরোটা নষ্ট।
আমি অন্য কথা বলি........
আমি বলি,
ওরা আছে বলেই সুখেরা
এতো দামী।