ইদানিং মেঘের ধূসরতায় অনচ্ছ আকাশের বুকে আমি রঙধনু সাত রঙের বহর দেখি,
বালি সুড়কির ঢালাই দেয়া ছাদে আষাঢ়ের জলে আমি টিনের চালের বৃষ্টির রিনঝিন শব্দ শুনি,
বর্ষার কদমে এখন আমি আমার প্রিয় বকুলের গন্ধ পাই ।
ইদানিং আমার অলস সময়ের ফোঁড়ে হাজারও ব্যস্ততা এসে ভিড় করে,
সময়ের নিঃসঙ্গতায় এখন আর একাকিত্বরা অক্টোপাসের মতো জড়িয়ে রাখে না আমায়,
আমার মাধবী লতা স্বপ্নরা ইদানিং মনোহর বাগান বিলাস ।
ইদানিং কাঠ ফাটা রোদ্দুরে আমার কল্পতরু বৃক্ষ ছায়া তলে প্রজাপতি ইচ্ছেরা ডানা মেলে ঘুরে বেড়ায় যখন তখন ।
হেমন্ত ঘ্রাণে আমি এখন নতুন গন্ধ পাই,
শীতের প্রথম কুহেলিকা বিন্দু অন্যরকম এক আবেশে ছুঁয়ে ছুঁয়ে যায় আমাকে ।
ইদানিং বসন্ত এলেই আমার পুষ্প কানন ভরে ওঠে নব নব মঞ্জরি মঞ্জিমায় ।
আমি দিন বদলের দিনে
বদলে যাওয়া সুর মূর্ছনায়, বাতাসের শীষে
ইদানিং কেবল একটা কথাই শুনি---ভালোবাসি ।