টাকা পয়সা বাড়ি গাড়ি
কেন এত বাড়াবাড়ি,
দুদিন আগে দুদিন পরে
দিবি রে তুই জীবন পাড়ি ।
হিংসা বিদ্বেষ লোভ লালসা
খুন খারাবি রাহাজানি,
জমি জিরাত নিয়ে কেন
নিত্য চলে হানাহানি ।
কেন এত আরাম আয়েশ
খুঁজিস রে মন দিবারাতি,
সমন এলে সওয়ার হবি
নিভে যাবে সকল বাতি ।
ফেরত টিকেট হাতে সবার
যেকোন দিন পড়বে ডাক,
মোহ ভীড়ে যাসনে ভুলে
মনে সদা সচল রাখ ।
তাঁর দেখানো পথে চলে
তাঁর হুকুমে সওদা কর,
দুদিনের এই জীবনটাকে
সত্য সুন্দর করে গড় ।
তোর সাথে যা খারাপ ঘটে
হয়তো সেটা তোর ভালো,
আমরা অধম কি ই বা বুঝি
কোন কালোতে কোন আলো ।
জীবন ভরা দুঃখ কষ্ট
হাজার রকম দুর্দশাতে,
ধৈর্য্য সহ্য হিসেব খাতে
ডাকি কেবল বিধাতাকে ।
তিনিই দেবেন তিনিই নেবেন
আমরা শুধু মেনে যাই,
নাইবা পেলাম এপারেতে
ওপারেতে যেন পাই ।
তাঁর খুশিকে মনের ভেতর
নিবিড় ভাবে ধারণ কর,
সঙ্গি সাথী কেউ হবে না
সময় থাকতে আমল ধর ।