মেঘের কান্না থেমে যাওয়া গোমরা মুখো
আকাশের স্তব্ধতায়;নৈরাশ্যের আবছায়া
ডিঙ্গিয়ে মুক্ত বিহঙ্গ দলে
আজ আমিও অজানার পথে জমিয়েছি পাড়ি।
সাগর নীল জলে ভেসে চলা
কষ্ট পাল তোলা জীবন নৌকো ছুঁয়ে যাওয়া
বৈরি হাওয়ার টানে
যে পথ হারিয়েছি বহুকাল আগে,
সে পথেরে খুঁজি অজানার পথে।
মেঘহীন আকাশের বুকে ওড়া ঘুড়ির মতো
সমাজের রক্ত চক্ষুর উর্ধ্বে বসবাসরত
ভাবনাহীন হৃদয় উঠোনে ছিলো
স্বপ্ন কত শত....
আমি সে পথ খুঁজি অবিরত।
খুঁজি পাখিদের সাথে;মেঘেদের পথে
সাগর পাহাড় জল প্রপাতে,
বৃষ্টিস্নাত ভোর সকালে
রোদ্র ঝরা ভর দুপুরে
ধোঁয়া ওঠা চায়ের কাপে
খুঁজি পাপে তাপে;পরিতাপে।


লুকোচুরি কানামাছি-
               চলতো পুতুল খেলা
আর যে খুঁজে পাই না আমার
                        মিষ্টি ছোট্টবেলা।।