জল নূপুর ছন্দের রিনিঝিনি
থেমে গেছে সেই কখন!
নীরব নিথর আকাশ;
যেনো মন ভালো নেই তার,
নিরাকার আঁধার নিঃশ্বাস
আমাকেও ছুঁয়ে যায় বারবার।


আমি চেয়ে ছিলাম
আমার পৃথিবী আলোকিত হোক
চাঁদের স্ব-লাজ হাসিতে;
জোনাক চত্বর মুখরিত হোক
কোনো সুরেলা বাঁশিতে।


ঘাস ফুল কুড়িয়ে মেঘেদের বলেছি,
বৃষ্টিকে বলে দিও
আমি ভালোবাসতে শিখেছি।
তবু জীবনের খেলাঘরে
কেন এতো প্রহসন;
কেন ঘন ঘোর বরষায়
ছন্দের অনশন।।