আলোর বুকে ঝাপিয়ে পড়া আঁধারে
থেকে থেকে আমার সুপ্ত স্বপ্নগুলো
জেগে ওঠে;
হাতড়ে বেড়ায় প্রাপ্তির সুখ,
ওরা অন্ধকারের কার্নিশে
পা ঝুলিয়ে বসে কথার ফুলে
সূতোহীন মালা গেঁথে চলে,
ঘুম জাগা রাতের ক্লান্তি ছুঁয়ে
খুব কাছ ঘেঁষে হাঁটে বাস্তবতা।
আমার শ্রান্তিহীন স্বপ্নরা কেবল
চেয়ে থাকে তার চলার পথে,
জীবনের পরতে পরতে
ওরা উপলব্ধি করে তার কাঠিন্য;
টের পায় তার উপস্থিতি,
স্বপ্নরা সামলে নিতে জানে
বেসামাল সব পরিস্থিতি।
আমি তাই নিশ্চিন্তে ছেড়ে দেই ওদের---
ওরা পরিপূর্ণ হয়ে ওঠে পূর্ণতার স্বাদে,
চায়ের চুমুকে ভেজায় ক্লান্তিহীন
তৃষ্ণার্ত ঠোঁট দুটো।
অনাবিল সুখানুভূতির পায়রা উড়িয়ে
ওরা রাত জাগে,
চোখে চোখ;হাতে হাত
একদিন---
কেবল একটি রাত।।