এই তো সেদিন - যখন প্রশ্ন করলে আমায় ,
"কেন প্রশ্রয় দিলেম তোমায় ?"
নির্বাক থেকেছি আমি
কোনো জবাব খুঁজে পাইনি ।
কুয়াশা চাদরে ছেয়ে যাওয়া দিগন্তে চেয়ে,
ঘাসের ডগায় শিশিরের ছোঁয়ায় - হেঁটেছি আর ভেবেছি
তবু জবাব খুঁজে পাইনি ,
"কেন প্রশ্রয় দিলেম তোমায়?"
নির্ঘুম রাতের নির্জনতায় অতলস্পর্শী ভাবনার পাখনায়-
কত বার আনমনে উড়ে গেছি ,
হৃদয়ের সীমাহীন সীমানার সীমান্তে
নিজেরই অজান্তে ,
যদি জবাব খুঁজে পাই.
"কেন প্রশ্রয় দিলেম তোমায়?"
ভাবনার গহীনে যতবার হেঁটেছি-
জবাব খুঁজেছি যখনই,
অজানায় শঙ্কায় কেঁপেছে হৃদয়
জানি না কেন এমনই হয় !
নিজের কাছেই নিজেকে অপরাধী মনে হয়েছে বারবার ,
প্রশ্নবানে নিজেকেই করেছি তিরষ্কার ।
"কি এমন তুমুল প্রয়োজন ছিল মানস পটে লালিত স্বপ্নকে এমন ভাবে জাহির করবার "
ঠিক তখনই --
আমার ভেতর যে আমি
সংগোপনে বলেছে আমায়,
বেঁধেছো যে ভালবাসায় !!