এ জগতের সকল মানুষ
আপন চিন্তায় মগ্ন,
কেউ ভাবে না কষ্টাঘাতে
কে কতটা নগ্ন।
বাড়ি গাড়ি সবই আছে
কি আর কষ্ট তার,
আভিজাত্যের জৌলুস দেখে
খুঁজি না আঁধার।
আবার যখন চেয়ে দেখি
হাসছে গরীব দুঃখি,
সহায় সম্বল সকল হারা
তবুও ভাবি সুখি।
কার যে কোথায় কষ্ট গাঁথা
কেউ বোঝে না হায়!
আমি ছাড়া সব সুখি জন
ভাবি নিরালায়।
সত্য নয় এই ভাবনাটুকু
সত্য বুঝতে হয়,
যে যার স্থানে দুঃখি সবাই
কেউ সুখি নয়।
সুখি হবার হৃদয় সবার
একই রকম নয়,
জগত জুড়ে সব কি মানুষ
করতে পারে জয়?
বিত্ত বৈভব যার যতটা
আরও বেশি চায়,
যার কিছু নেই শূন্য যেজন
সে কিছু কি পায়!
সাধ আর সাধ্য মিলে
যুদ্ধ খেলা চলে,
যে যার জায়গায় বসে সবে
দুঃখ কথা বলে।