পাতা ঝরা বিবর্ণ রুক্ষতায় নতুন পাতার কুড়ি,
ডালে ডালে না ফোটা শিমুলের কলি,
গাছে গাছে প্রস্ফুটিত আমের মুকুল;
বকুলের তলায় ঝরা বকুল,
ফাল্গুনী দুপুরে কোকিলেন সুমধুর সুর
মেঘকন্যার ছুটে চলা চরণে রুপোর নূপুর,
আহ্-------
কি ভীষণ অপরূপা রুপসী কিশোরী!
মধুকর হবো আমি,
হবো রঙিন প্রজাপতি।
কিশোরী পৃথিবীর রূপে আমি মুগ্ধতা খুঁজে পাই,
পত্র পল্লবে ফুলে ফলে নবান্নে যুবতী পৃথিবীর মাদকতায়
আমি বারবার মাতাল হতে চাই।