বাস্তবতার কষাঘাতে ছিন্ন ভিন্ন
হয়ে যাওয়া ছন্নছাড়া জীবনের
পাশ ঘেঁষে বেরিয়ে যায় যে দীর্ঘশ্বাস,
একদিন ইতিহাস হবে
         করুণ ইতিহাস ।
বাস্তবতা আর বর্তমান ছাপিয়ে
কেবল সুদূর আগামীর ভাবনায়
যারা আত্মহারা মাতাল,
একদিন তারাই হবে পৃথিবীর বুকে
    অপারগ বেসামাল ।
আমার সংগ্রামী জীবনে তৃষিত মনে
আজ যেটুকু প্রয়োজন,
গচ্ছিত সব,চলছে কেবল কষ্ট প্রজনন ।
যদি কষ্ট দিনে প্রাপ্যটুকু অস্ত্র হত আমার,
আমি পেরিয়ে যেতাম পেছন ফেলে
কালো অন্ধকার ।
কষ্ট দহনে অঙ্গার আমি
দ্বারে দ্বারে কতক থামি ।
তবু সম্বল টুকু পড়েই রইলো
   আগামীর অবলম্বন,
ব্যথিত হৃদয়ের গুঞ্জনে ওঠে বিধাতার আরশে                           কম্পন ।
বিবেচক জনে বিবেকে রাখি শত কোটি ধিক্কার,
সময়ে দেখো জীবন জুড়ে বাজবে হাহাকার ।
সেই দিন তোমারই বিবেক তোমারেই দেবে হৃদয় নিংড়ানো উপহাস ।
আর,
আমার এক একটা দীর্ঘশ্বাস
একদিন ইতিহাস হবে
   করুণ ইতিহাস ।