যে সমাজে অর্থ বিত্তের মাপকাঠিতে
নির্ণয় হয় মানুষের স্ট্যাটাস,
যেখানে অনাকাঙ্খিত ভাবে
টুটে যায় সম্পর্কের বাঁধন,
যেখানে দায়িত্ব এড়াতে;
কিংবা অসম স্ট্যাটাসের খাতিরে
বিধাতা প্রদত্ত সম্পর্কে আসে ভাঙ্গন,
ঘৃণা করি;
ঘৃণা করি সে সমাজ কে
অন্তরের অন্তঃস্থল থেকে,
ঘৃণা করি সর্বাত্তকরনে।
সম স্ট্যাটাস রক্ষার্থে সে সমাজে চলে
নিত্য নতুন আনুষ্ঠানিকতা,
নিরবচ্ছিন্ন যোগাযোগে সুদৃঢ় হয়
সম্পর্কের ঘনিষ্টতা।
সময়াভাব অর্থাভাব সেখানে তুচ্ছ;
ওসব তো সুশীতল সুনিবিড় রক্তের
সম্পর্কের বেলায়,
পর্যাপ্ত স্বচ্ছলতায়ও দেওয়ালে পিঠ
ঠেকে যায় বেলায় অবেলায়।
ও সমাজে নষ্ট মানসিকতা চরিতার্থে
বিত্তের সীল মোহর আঁটা থাকে,
প্রতিবাদের সুযোগ হারায় ভুক্তভোগি,
হাই সোসাইটি--বড্ড বহুরূপি।
সামাজিক মর্যাদা ধোয়া পানি পানের
বেশি রকম পিপাসায়
ওরা আদর স্নেহ মায়া মমতা
নিমিষে ভুলে যায়,
ভুলে যায় মৃত্যু পরবর্তী জবাবদিহিতার কথা।
না;কোনো আফসোস নেই আমার
ঐ সোসাইটি ভুক্ত হবার।
আমি গর্ববোধও করি না
হোক পরিজনের ঠিকানা।
আমি মধ্যবিত্তের লেবাস পরিহিতা
একজন সাধারণ নারী,
উঁচু নিচু পথ আমি নির্বিঘ্নে
দেই পাড়ি।
আগলে ধরতে পারি কষ্ট জীবন কে
ভাসতে পারি সুখের সমুদ্রে।
কিন্তু ওরা পারে না---
পারে না মধ্যবিত্তের লেবাসে
সম্পর্কের ছবি আঁকতে।