ঠুনকো কিছু সম্পর্ক মোহাচ্ছন্ন উন্মাদনায় কেটে যায় ঘন্টার পর ঘন্টা ,
দিন সপ্তাহ মাস পেরিয়ে একে একে বয়ে চলে বছরের পর বছর ,
মোহাচ্ছন্ন উন্মাদনায় মানুষ ভুলে যায় যাঁতাকলে নিষ্পেষিত বাস্তবতার কঠিন প্রহর ।
স্বপ্ন সুখের পাল তোলা নৌকায় চেপে ছুটে চলে সপ্তার্নবের পথে ,
আকাশ ছোঁয়া স্বপ্ন বুকে ,
যেন হাত বাড়ালেই কোনো গোধূলী লগ্নে দিগন্তের ছোঁয়া পায় সে ।
রঙিন চশমার কাঁচে ভেসে ওঠে কষ্ট নীলে শান্তির শুভ্রতা ,
অপাঙ্ক্তেয় সম্পর্কের মায়াজালে মানুষ খুঁজে চলে স্বস্তির বারতা ।
ভুলে যায় ধর্ম বর্ণ নির্বিশেষে যুক্তি খন্ডনের শুদ্ধ ধারাপাত ,
মোহাসক্ত আবর্তে চলে নিয়ম ভঙ্গের অনিয়ম
স্বপ্ন বীজ অঙ্কুরিত দুটি আঁখিপাত ।
সময় বয়ে যায় তার আপন গতিতে ।
মোহাচ্ছন্ন মন হারায় মোহের যাদুকরী স্পর্শ ।
বাস্তবতার টোকায় দিনে দিনে ভেঙ্গে যায় সম্পর্কের ঠুনকো বাঁধন গুলো ।
প্রয়োজনের তাগিদে কেউ থাকে না পাশে ,
থাকে কেবল বার্ধক্য....একাকীত্ব
আর থাকে সে ,যে সত্যিকার অর্থেই ভালবাসে ।