দুই পাশে সারি সারি
আকাশ ছোঁয়া বৃক্ষরাজি,
শুকনো পাতার গালিচায়
কচু পাতা রঙ শাড়ীর আঁচল
ছুঁইয়ে
হেঁটে যাই গহীনে
        আরো গহীনে।
সেখানে সবুজের বুকে
নীরবতার হাতছানি,
এখন নীরবতা ভালো লাগে
ভালো লাগে---
জন মানবহীন সবুজ বনানী।


আবার,
যখনই শূণ্যতার আরশিতে
পড়ে নিজের প্রতিচ্ছবি;
দেখি আমিও রাতের মতো একা।
খুঁজে পাই ভেতরের আমি কে,
তার সাথে গড়ে তুলি সখ্যতা,
চলে বিকলাঙ্গ সময়ের বুকে
শব্দহীন আলাপচারিতা,
এখন শূণ্যতা ভালো লাগে
ভালো লাগে---
           আঁধারের মৌণতা।