আমি জীবন কে বহুবার জীবনের মতো
করে সাজাতে চেয়েছি,
চেয়েছি বৈষম্যের দুয়ারে খিড়কী তুলে
মানুষের মতো করে বাঁচতে,
লিঙ্গের ভেদাভেদ ভুলে জনতার
ভীড়ে দাঁড়াতে চেয়েছি
চেয়েছি শালিনতার খোলশে নিজেকে
আবৃত রেখে জীবনের দুর্দান্ত
পথ পাড়ি দিতে।
নাহ্ ; সে আর হয়ে ওঠে না---
জীবন কে জীবনের মতো করে
সাজিয়ে তুলবার ব্যর্থ প্রয়াসে;
কেবলই জীবনের প্রকারভেদ দাঁড়ায়
সামনে এসে।
জীবন---নারী জীবন!
অনভিপ্রেত জীবনের সংজ্ঞায় বিদগ্ধ
সময়ের চাতালে
লোলুপ দৃষ্টির ধৃষ্টতায় কুঁকড়ে যায়
শূন্যতার মোড়কে আবদ্ধ ভুবন;
কুঁকড়ে যায় নারী জীবন।
তবুও জীবন কে জীবনের মতো করে
সাজাতে হয়;
ভয়হীন নির্ভয়।
এবার তাই জীবন কে সাজিয়ে তুলবো
অন্য রকম ভাবে
সুচারু সুনিপুণ নারী জীবনের মতো করে।