আমার ঘরে আজ রাজ্যের স্থবিরতা বিরাজমান,
আলোকিত চন্দ্র সাক্ষী;
সাক্ষী ঐ নীল আসমান।
আজ স্থবিরতা কাঁথার ভাঁজে
খাট বিছানায় বালিশ ফাঁকে,
ঝুলে থাকা ক্যালেন্ডারে
রান্না করার সিলিন্ডারে,
থালা বাসন কাপ পিরিচে
বল বাটি আর চা চামচে,
টিভি ফ্রিজ বইয়ের তাকে
স্থবিরতা সকল স্থানে।
মেঝে ছোঁয়া পর্দার ঝুলে
শ্যাম্পু ধোয়া কালো চুলে,
আগোছালো আলমিরাতে
চিলেকোঠা বারান্দাতে,
জ্যোৎস্না গলা রাতের বুকে
সাজানো সব কল্পসুখে।
আমার ঘরে আজ রাজ্যের স্থবিরতা বিরাজমান,
ঘুমহীন এই নয়ন সাক্ষী;
সাক্ষী আমার প্রাণহীন প্রাণ।