সূতো কাটা ঘুড়ির মতো অাজ অামার স্বপ্নরা
রাতের অাকাশে;
কুয়াশার জলে ভিজে একাকার,
আমি স্বপ্নহীন চোখে নির্বাক চেয়ে দেখি
ভেজা স্বপ্নদের নির্লিপ্ত হাহাকার।
স্বপ্ন ভেজা রঙেরা একটু একটু করে
আঁধার গর্ভে বিলীন,
যাক---মুছে যাক, ধুয়ে যাক সব রঙ
ওদের আগলে রাখবার দায় ভার বহন
করতে করতে জীবনের নিরবচ্ছিন্ন হেঁটে
চলা পথে
আমি বড্ড ক্লান্ত আজ।
এবার ঘুমাতে চাই আমি
নিশ্চিন্তে ঘুমাতে চাই,
স্বপ্নহীন ঘুম চাই;
চাই নিষ্কণ্টক এক রাত।।