আমি আজো বুঝতে পারি না আমাকে ।
কি চাই,কি চাই না
কেন চাই,কেন চাই না
কতটা চাই,কতটা চাই না
কিচ্ছু না,কোনটাই বুঝতে পারি না ।
হতাশা হুতাশন দগ্ধ কন্টকাকীর্ণ পথ ধরে হেঁটে চলা জীবন রঙ্গ মঞ্চে,
কুজঝটিকা আচ্ছাদনে আবৃত স্নিগ্ধ ভোরের স্বর্ণালী রঙচ্ছটায় তোমার হৃদয় বন্দরে যেদিন ভিড়েছিল আমার ভালবাসার নোঙর ছেঁড়া ভাঙ্গা তরী,
সেদিন সেই ভিড় বন্দরে জায়গা করে নেবার
কী ভীষণ আকুতি ছিল আমার ।
অথচ আজ.......
সেই কোলাহল মুখরিত ভিড় বন্দরে রাজ্যের স্থবিরতা ।
তাল লয় এর সংমিশ্রণে বেজে চলেছে বেসুরো সুর,
জাহাজ মাস্তুলে যোজন যোজন ব্যবধান ।
তরঙ্গ ছন্দে আজ কেবল ছন্দ পতন ।
তোমার ছন্দহারা জীবনে যখনি প্রয়োজন আমায়,
হৃদয় গহনে আজ এই কি সুর বেজে যায় !
ভাবনার অন্তরালে শঙ্কিত মন,আনমনে বারংবার অজানা শঙ্কায় হারায় ।