গোধূলির আলোয় আমি তাকিয়ে দেখেছি
দূর বহু দূর----
ভেসে যাওয়া মেঘের ভেলায়
অস্তমিত রঙের খেলায়
সোনালী ধানের শীষে
পৌষের মিষ্টি শীতে
আজ আবারও বিদায়ের সুর।
মুক্ত বিহঙ্গ দলে
আঁকাবাঁকা নদীর জলে
আমি কান পেতে শুনেছি আজ,
শুনেছি সাগর ঢেউয়ে
পাহাড়ি জলপ্রপাতে
মুখরিত কলরবে কেবলই
বিদায়ের সাজ।
সময়ের কোল ঘেঁষে;
উদ্বেলিত জনতা অস্তিত্বের সন্ধানে
শেকড়ের টানে
অধীর চিত্তে অপেক্ষমান
নতুনের আহ্বানে।।