না,
আর কোনো গড্ডালিকা প্রবাহে
ভাসাবো না এই জীবনের ছোট্ট তরী,
চাওয়া পাওয়ার ঘোলা জলে
আকণ্ঠ নিমজ্জিত সময়ের
পাশ কেটে;
ভেজা গাঙচিল পালকে
উড়িয়ে দেবো
হৃদয়ের জঠরে বেড়ে ওঠা
যত ইচ্ছে মঞ্জরি।


লেলিহান অগ্নিশিখায় ভস্ম হোক
স্বপ্নডাঙ্গা নৃত্যাসরে
অভিসারী স্বপ্নচারিণী,
ভেসে যাক-
ভেসে যাক নোনা জল-লহরীর
গর্জিত ছন্দে
জীবনের অলিখিত কাহিনী।


তারপর,
ক্যাকটাস সাম্রাজের কোটরে
আমার দুঃখ বিলাসী মন,
কল্পিত সুখের গতরে জড়াবে
দুধ সাদা কাফন।


কালের আবর্তে-
মেঘবতীর পাঁজর ছোঁয়া বাষ্পে
একদিন আমিও ঠিক
উবে যাবো;
উবে যাবো দুঃখ বিলাসী শাসনে
শুভ্র মেঘ কাফনে।