কুয়াশার পালক ছোঁয়া লাজুক ভোরের
নরম ঘাসের সজীবতায়;
যে গল্প খুঁজে বেড়িয়েছি অনন্তকাল,
যে গল্প শুরুর ভাবনায় বিনিদ্র রজনী
বিলীন হয়ে সামনে দাঁড়িয়েছে;
স্বচ্ছ নির্মল সহাস্য সকাল,
যার যবনিকা টানে নিরবচ্ছিন্ন উন্মাদনায়
বয়ে গেছে বহুকাল.......
আজ সেই গল্প গাঁথুনির কাল।
ধোঁয়াটে কুয়াশার অবারিত আবরণ
সরিয়ে সারথির রক্তিম সিঁদুর রঙে
রাঙিয়ে নিয়েছি ফিকে হয়ে যাওয়া
জীবনের রঙ,
কণ্টকাকীর্ণ কষ্ট পথের সীমারেখা
পেরিয়ে সবুজ অরণ্য ঘেরা শ্যামল
মৃত্তিকার মমতায় গড়ে নিয়েছি
আমার স্বপ্ন নিবাস।
ভালোবাসার দেওয়ালে বিশ্বাসের ছাদ,
শান্তির জানালায় সুখ সমীরণ;
অবাদে যার যাতায়াত।
সময়ের গাঙচিল আকাশে পুঞ্জিভূত
কৃষ্ণমেঘের ভেলায়,
আজ আমার চাপা কষ্ট দীর্ঘশ্বাস
যেন শৃঙ্খল মুক্ত বিহঙ্গ;উড়ে যায়
মুখরিত নীরবতায়।
আমি সাগরের তীর ঘেঁষে নির্বিঘ্নে
হেঁটে চলি;হেঁটে চলি..........
আর কানপেতে শুনি
সাগর নীল জলে প্রেমের পদাবলী।।