মাঝে মাঝে অদ্ভুত সব প্রশ্ন জাগে মনে---
আচ্ছা এই যে রাত থেকে দিন
দিন থেকে রাত;
ওদের কি সত্যিই ইচ্ছে করে
এই পালা-বদলের খেলা খেলতে!
সূর্যের কি ভালো লাগে প্রতিদিন
উদিত হতে;সত্যিই কি ইচ্ছে করে
নিজের তাপে পৃথিবীকে উত্তপ্ত করে তুলতে!
অথবা পূর্ণিমা চাঁদ;
এই যে জ্যোৎস্না জলে
রাতের আকাশ ভিজিয়ে তোলে,
আদৌ কি তার ইচ্ছাকৃত!
কখনো ধবল কখনো ধূসর
ভাসমান মেঘের ভেলায় যখনই চোখ রাখি
নিজেকে হারিয়ে ভাবি
কেবলই ভাবি---
কখনো কি ক্লান্তি আসে না তাদের?
ইচ্ছে করে না চুপচাপ বসে থাকি কাছাকাছি
সূর্য কিংবা চাঁদের!
চৈত্রের চৈতালী,বৈশাখের কাল বৈশাখী
চিরাচরিত একঘেয়েমি,
ওদের কি সত্যিই ভালো লাগে
এমন পাগলামি!
ভোরে পাখির কলরব
পাহাড়ের কোল ঘেঁষে পাহাড়ি কান্না
সাগর বুকে গর্জে ওঠা উত্তাল ঢেউ!
তরুণ হৃদয়ে প্রেমের জোয়ার
পরকীয়ায় মত্ত কেউ,
মানব হৃদয়ে কত স্বপ্ন;
কত আশা দেখি
মাঝে মাঝে বড় সাধ জাগে জানি
সবটাই কি প্রাণবন্ত,নাকি সবটাই মেকি?
আজ তোমাকও জানতে চাই
ভীষণ রকম ভাবে---
সত্যিই কি ভালোবাসো
নাকি সবটাই প্রায়শ্চিত্ত???