কষ্ট আখরে গাঁথা জীবনের ধারাপাত পড়েছি আমি,
জীবনের আলপথে যোজন যোজন মাইল হেঁটেছি।
শূণ্যতায় হেলান দিয়ে
আকাশের নীলে মেঘেদের ভাঁজে
জোছনার জলে অমা'র আঁধারে
শুধু তোমাকেই খুঁজেছি।
কষ্ট অনলে পোড়া কনক গন্ধে
আমি তোমার সৌরভ খুঁজেছি।
বেলা শেষের সারথি সিঁদুরে
কতবার পাঠিয়েছি নীল খাম,
বালুচরে বসে কতবার আমি
বালিতে লিখেছি নাম।
ঝর্ণাধারায়
দিগন্ত ছায়ায়
খুঁজেছি কতকাল,
কোথায় ছিলে;কোথায় ছিলে তুমি
এতকাল!
আমি জানি-
জানি তোমার জাগতিক চিন্তা ধারা চলে অন্য পথে,
হয়তো বেশ আছো তুমি
তোমার সুখ সুখ জগতে।
আমি এবার লিখবো
লিখবো প্রণয় কাব্য,
হোক সে কাল্পনিক বা অনৈতিক
তবু লিখবো প্রণয়ের কাব্য
                      প্রণয় কাব্য---প্রণয় কাব্য।