আমার সাজানো ঘর
বুক সেলফ ওয়্যারড্রোব
বৈদ্যুতিক বাতি-পাখা
ক্লান্তি ঘোছানো খাট বিছানা,
পশ্চিমের জানালা দখিনের বারান্দা,
শিমুল মেহগনি
শূন্যতার সহচর ছোট্ট টুনটুনি,
আম কাঁঠাল নারিকেল সুপারি
দুপুর বিষণ্নতায় দরজায় টোকা দেওয়া সে অনাহারী,
রান্না ঘর ঘেঁষা
জানালার গ্রীলে বসা
হলদে পাখী-শালিক,
পূর্ণিমা রাতে বিছানা ছোঁয়া পূর্ণ শশীর ঝিলিক,
রৌদ্র ছায়ায় দিনের আলো
চাঁদহীন সেই রাতের কালো,
মুয়াজ্জিনের মধুর ধ্বণি
নাড় ছেঁড়া ধন সোনামনি,
আমার মুঠো ফোন
অবসর কাটানো টেবিল পাতা ঘরের মিষ্টি কোণ,
নীরবতা ভাঙ্গা বিকালের কলরব
যত দুঃখ-বেদনা আনন্দ-উৎসব,
ছেড়ে যাবো ঋণ
দূরে নয় খুব
হৃদয় বলে ঘনিয়ে এসেছে দিন।