নীলিমা বিস্তৃত বুকে ফুটে থাকা
অজস্র তারকার মাঝে
আমি ঠিক খুঁজে পাই
তোমাকে,
হৃদয় আমার বিলীন হয় শুধু
তোমার ভাবনাতে।


বাহিরে যত ফুটে আছে
কামিনী মালতী বেলী বকুল
পুষ্প রাশি রাশি,
তাদের ছোঁয়ায় পাই যেন আমি
তোমার উপস্থিতি ।


আবার,
মেঘ বালিকা আকাশ বুকে
ছড়িয়ে রাখে কুন্তল,
সেখানেও তুমি দাঁড়িয়ে থাকো
অনড় অবিচল ।


ঘন বরষায়;
বর্ষা শেষে রংধনু আকাশে,
যখন যেখানে যেভাবে চাই
খুঁজে পাই তোমাকে ।
আলোকিত জোসনা অথবা
সকল অমানিশি আঁধারে,
মিশে আছো তুমি হৃদয় জুড়ে
আমার অস্তিত্বে ।