সকল শূন্য করে সেই যে গেলে  
এতদিন পর তুমি আবার এলে।
এলে দখিনা দ্বারে কোকিলের ডাকে
শিমুল পারুল মালতীর সাথে।
ম্লান স্তব্ধ তরু পল্লব শীর্ণ শুষ্ক নিষ্প্রাণ,
তুমি ছুঁয়ে দিলে তাই ফিরে পেলো প্রাণ।
শীত জরায় রিক্ত মূর্তি;
নব জাগরণ অঙ্গে অঙ্গে জেগে ওঠে ;
নব শিহরণ।
রঙে রঙে আজ পুষ্প কানন নিয়েছে দারুণ সাজ,
তুমি রূপকার অনাদি অনন্ত ঋতুরাজ বসন্ত.....
তুমি ঋতুরাজ বসন্ত।।