উচ্ছ্বল প্রাণবন্ত সময়ের হাত ধরে
একদিন সেই মেয়েটিও চেয়েছিলো-
সুখের ব্যাকরণ পাঠে
মন দেবে গভীর ভাবে,
জীবনের ক্যানভাসে এঁকে নেবে
অপরূপ সুখচ্ছবি।
মেয়েটি চেয়েছিলো-
নির্মল বাতাসের শুদ্ধতায়
জীবন সমীকরণের হিসাব মেলাবে
খুঁতহীন নির্ভুলতায়।
কিন্তু নিয়তি!
বিধির বিধান আর মানুষের চাওয়া
কখনো কি সরলরেখায় চলে?
চলে না,
সেই মেয়টিরও সুখের ব্যাকরণ
শেখা হলো না।
তবু সেই মেয়েটি;
ফাঁকা ক্যানভাসের ধূসরতায়
জীবনের মানে খুঁজে বেড়ায়।
কিন্তু সমাজ-সংসার!
কেন,কেন এই সংস্কার?
কেন মিথ্যের খোলসে
সত্যের সংহার!
কেন সত্য লুকাতে এতো মিথ্যা
কেন এতো লজ্জা---এতো লজ্জা।
কেনই বা এতো পরিতাপ!
তোমাদের সম্মান অটুট থাক,
সেই মেয়েটি আজ নিশ্চুপ নির্বাক।।