বাজার-সদাই,রান্না পারি
অল্প স্বল্প লেখালেখি,
ছোট্ট কোনো শিশু পেলে
আজও তার সঙ্গে খেলি।


পাথর চাপা কষ্ট বুকে
অবলীলায় হাসতে পারি,
মাঝে সাঝে সুযোগ পেলে
কল্পলোকে দেই পাড়ি।


জীবন জুড়ে শূন্যতা যা
অকপটে মানতে পারি,
যা পেয়েছি তাতেই সুখ
আমি এক স্বাধীন নারী।


সবই পারি; কি পারি না!
ভাবছি আপন মনে,
সময় বলে মিথ্যে বড়াই
করিস অকারণে।


হাসতে পারিস,কাঁদতে পারিস
সবখানে তোর জয়,
আমি সময়; আমার কাছেই
কেবল পরাজয়।