আমার কলাপাতা রঙ স্বপ্নগুলো
লিকলিকে লাউ ডগার মতো
বেয়ে চলছিলো ;
কোনো এক অসত্যের হাত ধরে।


ভালোই হলো সত্যটুকু জেনে
লাগামহীন স্বপ্নদের লাগাম
ধরেছি টেনে।


জীবনের শ্যাওলা সবুজ ক্যানভাসে
একটু একটু করে
না দেখা চরিত্র নিরূপণে
আমার ব্যতিব্যস্ত সময়গুলো,
আজ অলস ; কর্মবিমুখ।


মখমল মলাটে বাঁধানো দুধ সাদা
কাগজে লেখা,
আমার অদেখা-অচেনা চরিত্রের
কাল্পনিক আলাপচারিতা ;
নিখাদ ভালোবাসায় সরল মমতা।


কাল্পনিক চরিত্র নিরূপণ দৃশ্যপটে
মা মাটি মমতার আবেশ জড়ানো
তৃপ্তির সুখেরা,
ধ্রুব সত্যের আধিপত্যে
আজও থেকে গেলো অধরা।


আজ
আমার কলাপাতা রঙ স্বপ্নগুলো
মিথ্যের হাত ছেড়ে
সত্যের খোলসে সংযত ,
সত্য অপ্রিয় হয় হোক
তবু সত্য হোক জীবনের ব্রত ।।