সত্যি বলায় কি আর ক্ষতি
সত্যি বলে যাই,
জীবন পথে তাহার মত
বন্ধু কিছু নাই ।


সে-ই পারে সমাজ মাঝে
করতে তোমায় দামী,
সত্যি যাই হোক এটাই এখন
সত্য বলে মানি ।


সঙ্গে যদি থাকে সে জন
মেজাজ ফুরফুরে,
হারায় যদি হঠাত কোথাও
জীবন নড়বড়ে ।


এই তো গেল সত্যি যাহা
এটাই খাঁটি নয়,
এর-ই জন্যে কত লোকের
জীবন দিতে হয় ।


তবু,তার-ই খোঁজে প্রাপ্তি আশে
চলছি অবিরত,
তার তরেই উচ্চাশা সব
ক্ষত - বিক্ষত ।


হায়রে ভূবন ! কত জীবন
রাঙাও ভালবেসে,
দুঃখী জনে মুখ ফিরিয়ে
থাকো রাঙা পাশে ।


কেমন তর বিচার তোমার
অবিচারে ঠাঁসা,
ক্ষণে বন্ধু - ক্ষণে শত্রু
করুণ সর্বনাশা ।


সত্যটুকু বলতে মনে
দ্বিধা জাগে না,
তুমি তো আর সত্যি সুখের
মন্ত্র জানো না ।


তোমার জন্যে ভালবাসা
স্বার্থে ভরপুর,
মনে মনে মিলন -
সেথায় তুমি বহুদূর ।


চলার পথে তুমি সবার
দারুণ প্রয়োজন,
তাই বলে কি ভালবাসা
যাবে নির্বাসন ?


যাকগে- আর তোমায় নিয়ে
তর্কে যাবো না,
সুখ সন্ধানে এক এক মনে
এক এক ধারণা ।