বেঁচে থাকার তাগিদে জীবন সংগ্রামে
তোমাদেরই মতো
অন্য কোন রমনী যখন যুদ্ধ রোষানলে
ভীষণ রকম মর্মাহত,
বাস্তবতার কষাঘাতে
ছিন্ন ভিন্ন অন্তঃকরণ
জীবনের টানাপোড়েন
যখন তখন ঘটিয়ে যায়
হৃদয় কোণে রক্ত ক্ষরণ ।
তোমরা তখন সবাই মিলে
নানা রকম আয়োজনে
ব্যস্ত থাকো ভীষণ ভাবে
নারী দিবস উদযাপনে ।
মিছিল মিটিং আলোচনায়
অনেক বেশি তত্‍পরতায়
নারীরাই মূল ভূমিকায় ।
অথচ--
সে যুদ্ধাহত রমণীর কথা !
কেউ কখনো জানতেও পারে না
তার দুর্বিষহ জীবন জুড়ে
দুর্ভাবনার আস্থা কুড়ে
কত শত দুঃখ ব্যথা ।
অধিকারের বুলি ছড়ায়
সুশীল সমাজ সুশীল মানুষ
বিনিময়ে কি দিয়েছো ?
সকলি যে রঙিন ফানুস ।
কিসের তবে নারী দিবস
কিসের তরে আলোচনা ,
পিছিয়ে পড়া কষ্ট নারী
গ্রাম বাংলার ধূলিকণা ।
আয়োজনের মুখোশ ছিঁড়ে
ছড়িয়ে পড় দেশটা জুড়ে ,
কাছ থেকে দেখবে তাদের
দুঃখ জীবন কত সাধের ।
এবার তাদের তুলে ধর ,
নারী দিবস সফল কর ।।