স্বপ্ন নিয়েই মানুষ নাকি
জীবন পাড়ি দেয় ,
আবার স্বপ্ন ভঙ্গ হতাশারা
জীবন কেড়ে নেয় ।
স্বপ্ন থেকেই মানব মনে
সঞ্চিত হয় আশা ,
স্বপ্ন আশা মিলে মিশে
সৃষ্টি ভালবাসা ।
যদি স্বপ্নগুলো হঠাত করে
হারায় সুদূরে ,
তবে আশার তরী সেও
হারায় মেঘ মেদুরে ।
হায়রে আশা হায়রে স্বপন
হায়রে ভালবাসা ,
যাবিই যদি ছোট্ট মনে
গড়লি কেন বাসা ?
মনের কোণে ছোট্ট ঘরে
বেদনাদের মেলা ,
যখন যেমন ইচ্ছে তাদের
খেলছে নানান খেলা ।
যত্নে গড়া স্বপ্ন গুলোর
এই কি প্রহসন ,
তাই স্বপ্ন তৈরীর কারখানায়
আজ চলছে অনশন ।।