সূতো কাটা ঘুড়ির মতো
ঘুরে ঘুরে;
যে বন্দরেই ভিড়েছে আমার তরী,
আমি ডানে বাঁয়ে সামনে পেছনে
চেয়ে দেখেছি
সর্বত্র তুই-সবটা তোরই।
তুই আকাশে বাতাসে বন বাদাড়ে
সমুদ্র সৈকতে,
তুই কৃষ্ণ চূড়ায় মাধবী তলায়
পাহাড় চূড়া নির্জনতায়,
তুই আবাল বৃদ্ধ বণিতার
ষোল কোটি জনতার।
সব হৃদয়ে তোরই বাস,
এত প্রাণ কোথায় পাস!!