বিপ্রতীপ স্রোতে বয়ে যাওয়া
বিবর্ণ জীবনের বাঁক এসে
আজ থেমেছে
যে আকাশ নীল ছোঁয়া
হরিৎ বিপিনে,
আমি তাকে চিনিনে।
শ্যামল ছায়ানীড় তলে
শ্রান্তি নিবারণ ছলে
হরিৎ অরণ্য আমাকে শুধায়-----
কেন নয়ন কোলে
সলিল সাজে
জীবন কাটাও হেলায়!
কেন জীবন পথে
শুধু থেমে যাওয়া,
কেন জীবন রঙে
বিবর্ণতার ছোঁয়া।
সলাজ বদনে বলি------
তুমি হরিৎ তাই
বোঝ না ভাই
সবুজ হারানোর ব্যথা,
মেঘে মেঘে দেখো
কত বেলা হলো
হলো না কাব্যগাঁথা।
হেসে বলে হরিৎ
কাছে এসো তড়িৎ
আজ হরিৎ সভার আয়োজন,
আজীবন তোমার হৃদয়ে হবে
সবুজের প্রজনন।।