যদি হঠাত থেমে যায় দখিনের বাতাস
যদি মেঘের ডানারা এসে ঢেকে দেয় আকাশ,
যদি বকুল কখনো গন্ধ না ছড়ায়
যদি কোকিল কখনো গান না গায়
তবু মনে রেখো;মনে রেখো আমায়।


যদি জোয়ারে ভাটা পড়ে যায়
যদি গোধূলির রঙ আর না ছড়ায়
যদি জোছনার আলোয় মন না হারায়
তবু মনে রেখো;মনে রেখো আমায়।


যদি বৃষ্টির শেষে রঙধনু না হাসে
যদি পদ্ম পুকুরে পদ্ম না ভাসে
যদি দীঘির জলে আর কখনো হংস মিথুন ঘুরে না বেড়ায়--
তবু মনে রেখো;মনে রেখো আমায়।