কৃষ্ণচূড়া বা জারুল কোনটাতেই
রঙের উজ্জ্বলতা দেখিনি আজ,
আকাশে রোদের দাপট নেই
মেঘেদের আনাগোনা নেই।
অপেক্ষার উঠোনে পায়চারী শেষে
ক্লান্ত অবসন্ন মনে যখনই
হাসনাহেনার গন্ধ নিতে গেলাম;
কি অদ্ভুত!আজ ওরাও গন্ধ ছড়ায় না।
জোনাকী নেই জ্যোৎস্না নেই,
দুর্বিষহ কষ্ট সাগরে যে-ই ভাসাবো তরী
তুমি জানালে-------
ভালো নেই তুমি।
তোমার আকাশেও রোদ নেই
চাঁদে আলো নেই,
বললে অক্সিজেন কমে গেছে বাতাসে
নীলাকাশ বড় বেশি ফ্যাকাশে।
এমন কেন হয় বলো তো,
সুখ কি সোনার-ই হরিণ মূলত!
কি এমন মন্দ হতো,যদি---
না থাক;সে আর নাইবা বলি।
আমি জানি কস্মিনকালেও সে হবার নয়
তবু সাধ হয়---
তোমার হাতে হাত রেখে হেঁটে যাই
সাগরের কাছে
একাকার হই নোনা জলে,
ভেজা হৃদপিণ্ডের অনুরণন সুরে
নির্ভরতার কাঁধে ভর দিয়ে হেঁটে যাই
দূরে,আরো দূরে।।