যেখানে প্রজাপতি সুখেরা বলাকা বীণায় তোলে না শান্তির সুর মূর্ছনা,
মধ্যরাতের ঘুম ভাঙ্গা চোখ;
কোন কোমল অধর স্পর্শের আবেগী আলিঙ্গনে যেখানে কখনো পুলকিত হয় না,
অথবা- চৈতী পূর্ণিমায় বারান্দায় গলে পড়া
নান্দনিক জোছনা কোলাহল নির্জনতায় যেখানে কোন হেলান থাকে না পাশে;
কেন ভালোবাসাহীন ভালোবাসা স্বপ্ন
মায়াময় মোহ আশে!
বিষণ্নতা চাদর মোড়া শীত বিকেলে
ধোঁয়া ওঠা চায়ের কাপে
যদি দুজনার চুমুক-ই না পড়ে
একসাথে
যদি প্রশান্তির প্রচ্ছন্নতায়
শ্রান্তিটুকুই না কাটে
তোমার শ্রান্তি নিবারণ নীড়ে;
কেন ভালোবাসাহীন ভালোবাসা স্বপ্ন
তৃষিত আঁখিপাতে!
চলো হাতে হাত রেখে
হেঁটে যাই ঐ দিগন্তে;
যেখানে আকাশ নীল অরন্য সবুজে
মিলেমিশে একাকার
নিঃসীম ভালোবাসা গভীরতায়,
সৈকত ভালোবাসায় স্রোতস্বিনী এসে
মিশে গেছে যে মোহনায়।
সেখানেও যদি ঠাঁই না পাই;
দুজনে যেভাবে চাই,
তবে চলো----
নিন্দুক চোখের নালিশে
তারা হই আকাশে।