যদি কখনো কোন দিন হঠাত করে কোন ত্রুটি দেখা দেয়,
এই দেহ যন্ত্রে ,
এক এক করে অসাড় হয়ে কার্য ক্ষমতা হারিয়ে যায় পুরো যন্ত্রাংশে ,
মেরামত করেও যদি সুরাহা না মেলে আর ,
নিভে যাবে আলোক শিখা নামবে অন্ধকার ।
থেমে যাবে সব
যত কলরব ।
হয়ত তখনো তুমি খুঁজবে আমায়
তোমার নিরন্তর ভালবাসায় ।
অন্তহীন অপেক্ষার অবসান ঘটিয়ে কোন একদিন তোমার প্রতীক্ষিত মন ঠিক জেনে যাবে আমার হারিয়ে যাবার কথা ,
কষ্ট মনে জন্ম নেবে গিরি সম ব্যথা ।
গুন গুন নীরবতা মুখরিত তারাদের অনুচর হয়ে আমার কাটিয়ে দেয়া রাত,
এখানে সেখানে আনাচে কানাচে খুঁজে খুঁজে তোমারে ,দুচোখে অশ্রুপাত ।
ঘুমহীন নিঝুম রাতে অপরিসীম কষ্টে যদি ভাসো নোনা জলে,কাছে নেই বলে,
আমি চাঁদের বুকে জোছনা হয়ে ভেজাব জোছনা জলে ।
তুমি কষ্ট পেও না মনে,
আকাশ বুকেও তুমি আছো নিবিড় সংগোপনে ।